ফেলে দেওয়া ঔষধের মা দুর্গা!

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সাগর :: বুধবার ১,অক্টবর :: দুর্গাপূজা মানেই নতুন ভাবনা আর অভিনবত্বের ছোঁয়া। নানা ধরনের চমকপ্রদ প্রতিমা আমাদের মুগ্ধ করে। তবে এবারে একেবারেই অন্য রকম এক নজির গড়লেন দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের বাসিন্দা দেবতোষ দাস।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি—দেবতোষ বাবু এবছর দুর্গা প্রতিমা গড়েছেন ফেলে দেওয়া ঔষধ দিয়ে! ক্যাপসুল আর ট্যাবলেট মিলিয়েই তিনি নিপুণভাবে গড়ে তুলেছেন মা দুর্গার এই অভিনব রূপ।
জানা গিয়েছে, মানুষকে চমক দিতে প্রতিবছরই ভিন্ন রকমের প্রতিমা তৈরি করেন দেবতোষ বাবু। কখনও পেন্সিলের সিস, কখনও আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তিনি নির্মাণ করেছেন দুর্গা মূর্তি। আর এ বছর, তাঁর সৃজনশীলতা প্রকাশ পেল ছ’ ইঞ্চি উচ্চতার এই ঔষধের প্রতিমায়।


নিজের অনন্য ভাবনাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দেবতোষ দাস। আর এই ক্ষুদ্র প্রতিমা শোভা পাচ্ছে শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে। ফেলে দেওয়া জিনিসকে শিল্পকর্মে রূপান্তরিত করার এই অভিনব ভাবনা ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে দারুণ কৌতূহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =