নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আন্তর্জাতিক বিনোদন ডেস্ক :: বুধবার ১,অক্টবর :: বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও প্রমাণ করলেন তাঁর বৈশ্বিক প্রভাব। আন্তর্জাতিক ম্যাগাজিন Esquire–এর প্রকাশিত বিশ্বের ধনী অভিনেতাদের সর্বশেষ তালিকায় তিনি জায়গা করে নিয়েছেন শীর্ষ সারিতে।
প্রায় ৮৭৬.৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে শাহরুখ খান চতুর্থ ধনীতম অভিনেতা হিসেবে উঠে এসেছেন। এই তালিকায় তাঁর আগেই রয়েছেন আর্নল্ড শোয়ার্জনেগার, ডোয়াইন ‘দ্য রক’ জনসন এবং টম ক্রুজ।
শাহরুখ খানের সম্পদের বড় অংশ এসেছে শুধু তাঁর চলচ্চিত্রজগৎ থেকে নয়, পাশাপাশি বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মতো ব্যবসায়িক উদ্যোগ থেকেও। দীর্ঘ এক বছরেরও বেশি সময় বড়পর্দায় না থাকলেও তাঁর ব্র্যান্ড ভ্যালুতে কোনো ঘাটতি হয়নি।
অন্যদিকে, হলিউড সুপারস্টার টম ক্রুজ প্রায় ৮৯১ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অর্থাৎ, ক্রুজ খানকে অল্প ব্যবধানে এগিয়ে রেখেছেন। তবে শাহরুখ খান একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়ায় গর্বিত গোটা দেশ।
বিশ্লেষকদের মতে, শাহরুখের বৈশ্বিক জনপ্রিয়তা, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ–আমেরিকার দর্শকপ্রিয়তা এবং ধারাবাহিক ব্যবসায়িক সাফল্য তাঁকে আন্তর্জাতিকভাবে ধনী ও প্রভাবশালী অভিনেতাদের শীর্ষে তুলে এনেছে।