নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১,অক্টবর :: প্রত্যেক বছরের মতো এবছরও বাংলার ঐতিহ্য, সংস্কৃতিকে পাথেয় করে বাবুবাগানে গড়ে উঠেছে একটি বিশালাকার রাজ প্রাসাদ। প্রাসাদের ঠাকুর দালানে অধিষ্ঠান মা দুর্গার। বর্ণময় চাকচিক্যে পরিপূর্ণ এই ঠাকুরদালান।বাংলার প্রান্তিক গ্রাম থেকে আসা লোকশিল্পীরা এই উৎসবে সামিল হয়েছেন। তাঁরা তাঁদের নৃত্যের মাধ্যমে প্রাসাদকে উৎসব মুখরিত করেছেন। কখনো আদিবাসী নৃত্য চলছে, তো কখনো ছৌ। রায়বেশে, নাটুয়া এগুলো যেমন দক্ষিণ বঙ্গের লোকনৃত্য ঠিক তেমনই উত্তর বঙ্গের লোক শিল্পীরা তাদের রাভা, মারুনি নৃত্য পরিবেশন করছেন।
সমগ্র বাংলার লোক সংস্কৃতি যেন চলে এসেছে বাবুবাগানে সকল বিশ্ববাসীকে আনন্দ বিহ্বল করার জন্য।
বাংলার লোকশিল্প অথচ মাটির গন্ধ, শরতের আবেশ, কাশফুলের প্রাচুর্য থাকবে না, তাতো হয় না, সেই মনোমুগ্ধকর পরিবেশে মা পূজিত হবেন। ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনিতে মুখরিত থাকবে এই রাজপ্রসাদ, ছোট্ট ছোট্ট শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধা সকলেই ভেসে চলেছেন এই উৎসবের বন্যায়।