সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বৃহস্পতিবার ২,অক্টোবর :: উৎসবের প্রহর গোনা শেষ। পাঁচ দিনের আনন্দময় উৎসবের সমাপ্তি ঘটল আজ বিজয়া দশমীর দিনে। শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপে বাজল বিষাদের সুর।
তবে বিসর্জনের আগে মহিলারা চিরায়ত সিঁদুর খেলায় মেতে উঠে বিষাদের মাঝেও এক উৎসবের আমেজ ফিরিয়ে আনলেন।
এই বছর এই পুজো ৪৯তম বর্ষে পদার্পণ করে এক বিশেষ মাত্রা যোগ করেছিল। মণ্ডপে মায়ের ২৫টি ভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন। এই অভিনব ভাবনা স্থানীয়দের মধ্যে দারুণ সাড়া ফেলে।
শুভ মুহূর্তে, লাল পাড় সাদা শাড়ি পরিহিত মহিলারা মণ্ডপে ভিড় করেন। তাঁরা প্রথমে মা দুর্গার চরণ থেকে শুরু করে প্রতিমার সর্বাঙ্গে সিঁদুর লেপন করে তাঁকে শেষবারের মতো বরণ করে নেন। এরপর একে অপরের কপালে সিঁদুর পরিয়ে সৌভাগ্য ও শুভকামনা ভাগ করে নেওয়ার সেই দৃশ্য ছিল অত্যন্ত মনোগ্রাহী।
সিঁদুর খেলার পর্ব শেষ হতেই শুরু হয় বিসর্জনের প্রস্তুতি। ঢাকের বাদ্যি আর উলুধ্বনির মাঝে কলা বউ এবং পুজোর ঘট গঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয়। তবে, দিনটি বৃহস্পতিবার হওয়ায় শুভ তিথি মেনে দেবী প্রতিমা আপাতত মণ্ডপেই রেখে দেওয়া হয়েছে।
সজল চোখে মায়ের বিদায়ের সুরেই গঙ্গাসাগরের মানুষ আবার আগামী বছর মায়ের ফিরে আসার প্রতীক্ষা শুরু করলেন।