সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ৪,অক্টোবর :: দশমীর পরের সকালেই অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত দেহ মিলল বারুইপুরে। গলার নলি কেটে খুন করা হয়েছে তাঁকে। স্থানীয় মানুষের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ।
পরনে প্যান্ট, শার্ট। মুখ থুবড়ে পড়ে আছে দেহ। পাশে পড়ে রয়েছে মদের বোতল এবং গ্লাস। পুলিশের অনুমান, দশমীর রাতে ওখানে বসেছিল মদের আসর। সেখানে একাধিক ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সেখানেই কোনও ঝামেলায় হয়তো জড়িয়ে পড়েন ওই যুবক। যার জেরে খুন হতে হয় তাঁকে।
ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায় একটি কাঠের সাঁকোর কাছে। স্থানীয় বাসিন্দা এবং অন্য পথচলতি মানুষেরাই প্রথমে বিষয়টি দেখতে পান।
দশমীর পরের সকালেই এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধারের খবর চাউর হতেই ভিড় জমে যায় রাস্তায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই যুবককে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের পরে ইতিমধ্যে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ।
ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি তাঁকে খুন করা হয়েছে কি না, বা এই ঘটনার সঙ্গে কেউ জড়িত রয়েছেন কি না- সে সব বিষয়ও তদন্তের আওতায় রাখা হচ্ছে। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছোনোর পরে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।