অবশেষে বৃষ্টির স্বস্তি খরুণ গ্রামে, চাষিদের মুখে হাসি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খরুন :: শনিবার ৪,অক্টোবর :: দুর্গাপুজোর সময় খরুন গ্রামের মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বৃষ্টির জন্য। পুজো মিটতেই সেই আশা পূর্ণ হলো।

শনিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, গ্রামের মানুষদের মনে জেগেছিল বৃষ্টির প্রত্যাশা। অবশেষে সকাল আটটার ঘড়ির কাঁটা বাজতেই ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করে গ্রামে, যা চলে সাড়ে ন’টা পর্যন্ত।সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন খরুন গ্রামের চাষিরা। টানা খরার কারণে মাঠে ধান ও অন্যান্য ফসল শুকিয়ে যাচ্ছিল, ফসল নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বহু কৃষক। আজকের বৃষ্টি তাদের সেই দুশ্চিন্তায় খানিকটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

গ্রামের প্রবীণরা জানিয়েছেন, “পুজোর পরেই যদি এমন বৃষ্টি হয়, সেটাকে শুভ লক্ষণ মনে করা হয়।” অনেক কৃষকের মতে, এই সময়ের বৃষ্টি ধানসহ অন্যান্য ফসলকে টিকিয়ে রাখবে। তাই খরুণ গ্রামে আজ শুধু বৃষ্টির ফোঁটা নয়, চারিদিকে যেন স্বস্তির হাসি ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =