নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মারগ্রাম :: শনিবার ৪,অক্টোবর :: বিসর্জনের রাতে চাঞ্চল্যকর ঘটনা চাঁদপাড়া গ্রামে। এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, তিনি নাকি এক যুবকের মুখে বাজি ফাটিয়েছেন। আহতরা নাম ২৪ বছরের হেমন্ত বাগদির। স্ত্রীকে নিয়ে বিসর্জন দেখতে বেরিয়েছিলেন তিনি।
হঠাৎই এক ভিলেজ পুলিশ নাকি নিষিদ্ধ বাজি ছুঁড়ে দেন তাঁর মুখের দিকে। মুহূর্তেই হেমন্ত গুরুতরভাবে আহত হন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে।পরিবার দাবি করছে, বাজিটি ছিল কুখ্যাত ‘ব্ল্যাক ক্যাট’, যা অত্যন্ত বিপজ্জনক। তবে পুলিশের দাবি, এটি হয়তো সাধারণ ‘কালি ফটকা’ ছিল।
ঘটনার পরেই চাঁদপাড়া গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং বিসর্জনের মিছিল বন্ধ করে দেন। পরিস্থিতি ঘিরে রীতিমতো অশান্তি তৈরি হয়।
উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।