নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোন্নগর :: শনিবার ৪,অক্টোবর :: পুজোর যে চার দিনের আনন্দ সেই আনন্দকে ভুলিয়ে এখন মানুষের মনে বিষাদের সুর। কারণ উমা পাড়ি দেবেন আবারও কৈলাসে। সকাল থেকে হুগলির কোন্নগরে ঘোষাল বাড়িতে শুরু হয়েছে দেবীকে বরণ করার পালা।বরণ করে সিঁদুর পরিয়ে মাকে নিয়ে যাওয়া হবে বঙ্গভক্তি নিরঞ্জনের পথে। বাড়ির মহিলারা সাদা শাড়ি লাল পাড় মাথায় ঘোমটা দিয়ে ঠাকুরের বরণ করলেন সবাই মিলে একসঙ্গে মেতে উঠলেন সিঁদুর খেলায়
৫৭১ বছরের ঘোষাল বাড়ির দুর্গাপুজো জেলার অন্যতম প্রাচীন পূজা গুলির মধ্যে একটি। দশমীতে বাড়ির মহিলারা “এ ও” করেন, ৫৭১ বছর ধরে একই রীতিনীতি মেনে পুজো চলে আসছে এই বাড়িতে।
দশমীর সকালে , বাড়ির মহিলারা ইলিশ মাছ ও পান্তা ভাত খেয়ে আসেন ঠাকুর কে বরণ করতে। তার পর নির্ধারিত সময় মাকে নিয়ে যাওয়া হয় গঙ্গা-পক্ষে নিরঞ্জনের জন্য।