নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শনিবার ৪,অক্টোবর :: দশমীর সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ভিড়ের মধ্যেই হঠাৎ দোকানে ঢুকে পড়ে গাড়ি। ঠাকুর দেখতে বেরিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু তিনজনের। আহত অন্তত পক্ষে সাত।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে ময়নাগুড়িগামী এশিয়ান হাইওয়ে ৪-এ ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আধিকারিকরা পৌঁছান। শুরু হয় দ্রুত গতিতে উদ্ধার কাজ।কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিশপ্ত গাড়িটির চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েন। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।
একদিকে প্রতিমা নিরঞ্জন অন্যদিকে ঠাকুর দেখা, সকলেই আনন্দের মধ্যে ছিল। সেই সময় হঠাৎ বিলাসবহুল একটি গাড়ি একেবারে দ্রুতগতিতে ছুটে আসে।
শুধু তাই নয়, রাস্তার পাশে থাকা একটি দোকানে সরাসরি ঢুকে পড়ে। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে অনেকেই ঠাকুর দেখছিলেন। ঘাতক গাড়িটির ধাক্কায় একেবারে ছিটকে যান বেশ কয়েকজন।
রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় মানুষজনই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।