ঘরোয়া ক্রিকেটে ফিরেই সাবলীল অভিমন্যু

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শনিবার ৪,অক্টোবর :: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে দলে রাখেননি নির্বাচকরা। প্রায় তিন বছর ভারতীয় দলের স্কোয়াডে থাকলেও অভিষেক হয়নি তাঁর। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরেই ফের সাবলীল অভিমন্যু ঈশ্বরণের ব্যাট।

ইরানি কাপের ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করলেন বাংলার এই ক্রিকেটার। তবুও চাপে অবশিষ্ট ভারত। তারা এখনও পিছিয়ে পাক্কা ২০০ রানে।হাতে ৫ উইকেট।প্রথমে ব্যাটিং করে বিদর্ভ প্রথম ইনিংসে তোলে ৩৪২ রান। অথর্ব তাইদে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। সেঞ্চুরি হাতছাড়া করেন যশ রাঠোর ।

তিনি আউট হন ৯১ রানে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়া বাংলার পেসার আকাশ দীপ নেন ৩ উইকেট। মানব সুথারেরও শিকার ৩ উইকেট। বাকি উইকেট ভাগাভাগি করে নেন সুরেশ জৈন, গুরনুর ব্রার, অংশুল কম্বোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + three =