নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৪,অক্টোবর :: পুজোর মহাষ্টমীতে প্রকাশ্যে এল টেলিদুনিয়ার নতুন জুটির নতুন ধারাবাহিকের প্রোমো। মঙ্গলবার প্রকাশ্যে এল ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকের ১৫ সেকেন্ডের একটি নতুন প্রোমো।
এই ধারাবাহিকেই জুটি বাঁধতে চলেছে ‘গৌরী এল’ ধারাবাহিকের ‘ঈশান’ অর্থাৎ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পল্লবী । জি বাংলার পর্দায় আসছে এই ধারাবাহিক।