কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা। গ্রেপ্তার দুই যুবক। মালদা ডিআরএম অফিস থেকে ওই দুই যুবককে আটক করে আরপিএফ। পরে তাদের গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণা চক্রে আর কারা যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।
রেলের গ্রুপ সি পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ লক্ষ টাকা দাবি করেন ব্যান্ডেলের বাসিন্দা কামেশ্বর সিংহ । দাবিমতো এক লক্ষ ১৫ হাজার টাকা পেমেন্ট ও করা হয়। মালদার চাঁচোলের বাসিন্দা জ্যোতির্ময় পান্ডেকে নিয়োগ পত্র পাঠানো হয় মেল মারফত। গতকাল চাকরিতে নিযুক্ত হওয়ার পর আরও পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল।
কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ হয় জ্যোতির্ময় পান্ডে এবং তার মা রুমা পান্ডের । মালদা ডিআরএম অফিসের কাজে নিযুক্ত করতে আসা ২ যুবককে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আটক করেন তারা। খবর দেওয়া হয় আর পি এফ এ।
ওই দুই যুবককে আটক করে আরপিএফ। তাদের জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল সত্য। ওই যুবক ও তার মা প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়েছেন বুঝতে পেরে তাদের ইংরেজবাজার থানায় পাঠানো হয় । সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবকের মা।
এরপরে ইংরেজবাজার থানার পুলিশ আজাদ কুমার ও মোহাম্মদ ঈসা খান নামে দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের বাড়ি বিহারের পাটনা জেলায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মূল অভিযুক্তের খোঁজ করার পাশাপাশি এই প্রতারক চক্র আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।