নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রেজিনগর :: রবিবার ৫,অক্টোবর :: বোমা বানাতে গিয়ে নিখোঁজ ওসমান বিশ্বাস, আহত একাধিক। মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা। তবে আহত এবং নিখোঁজ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার। নিখোঁজ ব্যক্তির নাম ওসমান বিশ্বাস বলে জানতে পেরেছে পুলিশ।
তাকে তোকিপুর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, বলে তার স্ত্রী অভিযোগ করেছেন। স্বামীর নিখোঁজ এর ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেরা বিবি।
শুক্রবার গভীর রাত্রে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা বাড়িতে এলাকায় তিনজন দুষ্কৃতী বোমা বাঁধছিল। সেই সময় হঠাৎ বোমা ফেটে যায়। বিকট আওয়াজ এ কেঁপে ওঠে এলাকা।
আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে মানুষ। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এলাকায় পৌঁছে দেখে চারিদিকে রক্ত পড়ে রয়েছে, আহত বা নিহত কেউ নেই, এলাকায় প্রচুর বোমা পড়ে রয়েছে।
ওই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত তার তল্লাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। এদিকে ডোমকলের পর রেজিনগরে বোমা বাঁধতে গিয়ে নিহতের ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।