শেষমেশ আবহাওয়াকে হার মানিয়ে বর্ধমান শহরে অনুষ্ঠিত হয় রাজ্য জোড়া আকর্ষণ কেড়ে নেওয়া পুজো কার্নিভাল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৫,অক্টোবর :: শনিবার সকাল থেকেই ছিল আকাশের ভ্রূকুটি। কখনো ঝিরঝিরি, কখনো প্রবল বর্ষণ—এই খামখেয়ালি আবহাওয়ায় কার্যত দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রশাসনের পুজো উদ্যোক্তাদের কপালে।

শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত পুজো কার্নিভাল ২০২৫। শনিবার সকাল থেকে বারবার বৃষ্টির দাপটে প্রশ্ন উঠছিল—ঠিকমতো কি আদৌ হবে এ বছরের কার্নিভাল?শেষমেশ আবহাওয়াকে হার মানিয়ে বর্ধমান শহরে অনুষ্ঠিত হয় রাজ্য জোড়া আকর্ষণ কেড়ে নেওয়া পুজো কার্নিভাল।

বিরহাটা মোড় থেকে শুরু করে প্রাণকেন্দ্র কার্জন গেট পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় একে একে শহরের ২৮টি পুজো কমিটি অংশগ্রহণ করে। তাদের থিম, প্রতিমা এবং বিশেষ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মোহিত করে তারা।

রঙিন আলো, ঢাকের বাদ্য আর দর্শনার্থীদের ভিড়—সব মিলিয়ে জমে ওঠে উৎসবের আসর। প্রশাসনিক পরিকাঠামো ছিল আটোসাটো।

কার্নিভালের বিশেষ আকর্ষণ ছিলেন টলিউড তারকা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।বর্ধমানের কার্জন গেটে মূল মঞ্চে দুই অভিনেতা অভিনেত্রী গানের তালে নাচলেন তাঁরা।তাঁদের উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + fifteen =