মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির , দেহের খোঁজে তল্লাশি প্রশাসনের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: রবিবার ৫,অক্টোবর :: সবেই বিজয়া দশমী কেটেছে । বাড়িতে আত্মীয়- স্বজন এসেছে । একে বাড়িতে আত্মীয় তার উপরে বড় অভাব মাছ ধরে বিক্রি করলেই চলবে সংসার । আর সেই সংসার প্রতিপালনের জন্য মাছ ধরার নেশায় জগদ্দল নদীতে গিয়ে শেষ পর্যন্ত কুমিরের খপ্পরে পড়ল এক মৎস্যজীবী।

তার ক্ষণিকের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া । কুমিরের সঙ্গে মৎস্যজীবীর লড়াইয়ের ভয়ংকর দৃশ্য গা শিউরে ওঠার মত। তবে আমাদের চ্যানেল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম পঞ্চায়েতের উত্তর সুরেন্দ্রগঞ্জ এলাকায়।

                                                                                                         প্রতীকী চিত্র 

স্থানীয় সূত্রে জানা যায় শংকর হাতি নামে বছর ৪৫ এর ওই ব্যক্তি বাড়ির অভাব অনটনের জ্বালায় ও মাছ ধরার নেশায় স্থানীয় জগদ্বল নদীতে মাছ ধরতে যায়। যখন মাছ ধরছিল তখন হঠাৎ করে জালে টান লাগে । আর বড় মাছ জালে ঢুকেছে মনে করে হাঁটু জলে নেমে জাল টানতে থাকে ।

ভেবেছিল উঠবে বড় মাছ। মাছ ওটা তো দূরের কথা কিছুক্ষণের মধ্যে চোখের নিমেষে হাতে জাল থাকা অবস্থায় শংকর হাতিকে মাঝে নদীতে টেনে নিয়ে যায় একটি প্রমাণ সাইজের   কুমির । যা চাক্ষুষ করে উপরে দাঁড়িয়ে থাকা ছাগল চরাতে আসা এক গৃহবধূ ।

আতঙ্কে মোবাইল নিয়ে বহুদূর থেকে জুম করে ক্যামেরাবন্দি করে ক্ষণিকের ভিডিও করে ।  কানে ভাসতে থাকে আমাকে বাঁচাও কুমির ধরেছে। নদী বাঁধে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে ওই গৃহবধূ । ততক্ষণে সবই শেষ ।

চোখের নিমেষেই মাঝ নদীতে নিয়ে চলে যায় কুমির। খবর দেওয়া হয় গোবর্ধনপুর উপকূল থানায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী লঞ্চ এবং নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে পৌঁছায় বনবিভাগের কর্মীরা। ঘন্টার পর ঘন্টা ধরে চলছে তল্লাশি অভিযান । অন্যদিকে এই ঘটনার পর গোটা গ্রাম সহ তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 8 =