বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান দুর্গাপুরে দুর্গাপুজো কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হতেই চড়ল রাজনৈতিক পারদ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর  :: রবিবার ৫,অক্টোবর :: বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান দুর্গাপুরে দুর্গাপুজো কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হতেই চড়ল রাজনৈতিক পারদ। বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি।

দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের সামনে এবং এসডিও বাংলোর সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শুরু করে বিজেপি কর্মী ও নেতৃত্বরা।বাংলার সংস্কৃতিকে কালিমা লিপ্ত করতে চাইছে বিজেপি বলে তীব্র কটাক্ষ করেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “এক বাংলাদেশী নাগরিককে রাজ্য সরকারের পুজো কার্নিভালের মঞ্চে আমন্ত্রণ জানানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। রাজ্যের নিজস্ব শিল্পী-সংস্কৃতিকে উপেক্ষা করে বাইরে থেকে তারকা এনে গ্ল্যামার দেখানো মানে বাংলার শিল্পীদের অপমান।”

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ‘বাংলার গর্ব, বাংলার মঞ্চে বিদেশি কেন?’ এই স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। উপস্থিত কর্মীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান, প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। ঘটনার জেরে এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।

জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “দুর্গাপুরের মতো শহরে জয়া আহসানের মতো শিল্পীর আগমন সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক, এটাকে রাজনীতির রঙে রাঙানো উচিত নয়। বাংলার সংস্কৃতিকে বিজেপি বারে বারেই কালিমালিপ্ত করছে। বাংলার মানুষ বিচার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =