নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ৫,অক্টোবর :: দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে।
রবিবার সকালে প্রকাশ্যে আসে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। মুহূর্তের মধ্যে ফুটেজটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই ধীতপুর ভিডিওহল পাড়ায় শোকের আবহ আরও গভীর হয়।ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেলে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার সময়ই প্রাণ যায় ছয় বছরের সৌমজিৎ দাসের। স্থানীয় সরডাঙ্গার বাসিন্দা, পেশায় সবজি বিক্রেতা গণেশ দাসের একমাত্র ছেলে সৌমজিৎ সেদিন মামার বাড়ির সামনে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখছিল।
অভিযোগ, প্রতিমা বোঝাই একটি মোটরভ্যান ব্যাক গিয়ারে চলার সময় শিশুটি পিষ্ট হয় গাড়ির পিছনের চাকায়। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত পুজো উদ্যোক্তারা সৌমজিতকে হাসপাতালে নিয়ে যাওয়ায় গাফিলতি করেছেন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই রাতে মৃত্যু হয় শিশুটির। হৃদয় বিদারক এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয়দের প্রশ্ন, প্রতিমা নিরঞ্জনের মতো বড় জমায়েতে নিরাপত্তা ব্যবস্থায় এমন গাফিলতি কেন?