কার্নিভাল মঞ্চে নাচলেন মুখ্যমন্ত্রী, উচ্ছ্বাসে ভাসল কলকাতা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ৫,অক্টোবর :: দুর্গাপুজোর উৎসবমুখর পরিবেশে আজ এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল শহর। রঙ, আলো, সুর আর হাসিতে মোড়া কার্নিভাল মঞ্চে আজ নিজের স্বভাবসিদ্ধ প্রাণবন্ত ভঙ্গিতে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দর্শকদের সঙ্গে তাল মিলিয়ে তাঁর নাচে জমে উঠল সমগ্র রেড রোডের পুজো-পরবর্তী উৎসব।দুপুর থেকেই জনসমুদ্র ভরে ওঠে রেড রোডে। বিভিন্ন পুজো কমিটির মনোজ্ঞ ঝাঁকি, শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও ঢাকের তালে তালে কলকাতা তখন উৎসবের আবেশে ডুবে। ঠিক সেই সময় মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী।জনপ্রিয় বাংলা গানের সুরে হালকা নাচে তিনি অংশ নিতেই মুহূর্তে হাততালিতে ফেটে পড়ে দর্শকসারী। উপস্থিত দেশি-বিদেশি অতিথিরাও মুগ্ধ হন এই প্রাণবন্ত দৃশ্যে। মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপুজো এখন শুধু বাংলার নয়, গোটা বিশ্বের উৎসব। এই আনন্দে সবাইকে একসাথে থাকতে হবে।” তাঁর এই আহ্বানে উৎসবের আবহে মিশে গেল ঐক্যের বার্তা।

উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, বিশিষ্ট শিল্পী ও বিদেশি পর্যটকরাও। মঞ্চ থেকে নামার পর মুখ্যমন্ত্রী ঘুরে ঘুরে শিল্পীদের সঙ্গে করমর্দন করেন এবং তাঁদের অভিনন্দন জানান। কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী ও নিখুঁত ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর মেলেনি।

রবিবারের এই কার্নিভাল যেন নতুন করে প্রমাণ করল — কলকাতা শুধু সংস্কৃতির শহর নয়, আনন্দের শহরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =