সুদেষ্ণা মন্ডল- :: সংবাদ প্রবাহ :: কুলতলী:: মঙ্গলবার ৭,অক্টোবর :: এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। উদ্ধার আগ্নেয়াস্ত্র । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার অন্তর্গত রুপনগর এলাকায়।
আহত ব্যবসায়ীর নাম সেলিম খাঁ। স্থানীয় সূত্রে জানা যায় , কুলতলী কুন্দখালি বৃন্দাবনের খেয়া এলাকায় একটি চা ও মুদি দোকান চালায় ওই ব্যবসায়ী। রবিবার রাতে দোকান বন্ধ করার সময় ক্রেতা সেজে ওই দোকানে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী । এরপর ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসলে বোমাবাজি করতে করতে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পালানোর সময় দুষ্কৃতীদের কাছ থেকে পড়ে যায় একটি আগ্নেয়াস্ত্র । এরপর স্থানীয়রা কুলতলী থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ।
উদ্ধার করে আগ্নেয়াস্ত্র । গুরুতর জখম অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ওই ব্যবসায়ী আত্মীয় আফতার লস্কর বলেন,
বেশ কয়েকদিন আগে টোটো সংক্রান্ত বিষয় নিয়ে হামলাকারীদের সঙ্গে ঝামেলা হয় আমার ভাইপোর। এরপর সম্পূর্ণ বিষয় নিয়ে বিধায়ক সাহেবকে জানালে বিধায়ক আশ্বাস দেন পুজোর পরে মীমাংসা করা হবে।
প্রতিদিনের মতনই চায়ের দোকান খুলে ছিল সেলিম । রাতে কয়েকজন দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে তিনটি গুলি চালায় । এরপর বোমা ছুড়তে ছুড়তে এলাকা থেকে পালিয়ে যায়। আমরা কুলতলী থানার পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছি । আমরা চাই পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক ।
এ বিষয়ে ক্যানিং এসডিপিও রামকুমার মন্ডল জানান, রবিবার রাতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গুরুতর আহত ওই ব্যবসায়ীকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
প্রাথমিক অনুমান পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। আহত ব্যবসায়ী পরিবারের সদস্যরা যে সমস্ত ব্যক্তির নাম জানাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ।