নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া:: মঙ্গলবার ৭,অক্টোবর :: লক্ষ্মীপূজো , কিন্তু বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের পাপিলা মাজেরহাটি গ্রামে জলমগ্ন দীর্ঘদিন, মানুষের অসহায় অবস্থা তাই এইসব গ্রামে আজ লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মী ঢুকলো না গ্রামে । এলাকার কোন বাড়িতেই লক্ষ্মীপূজা হবে না।
বাড়ির ভেতরে জল , এলাকায় জল , চাষের জমি জলের তলায় , লক্ষ্মীপূজো হবে কোথায় ? তাই লক্ষ্মীপূজো বন্ধ এইসব গ্রামে । দীর্ঘ ৪/৫ মাস এই সব গ্রামে জল যন্ত্রণায় ভুগছে কয়েক হাজার মানুষ ।প্রশাসনের কোনোরকম নজর নেই এইসব এলাকায় বলে অভিযোগ । গ্রামের মানুষ বহুবার প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।
তাই এইসব এলাকার মানুষের আজ মন ভারাক্রান্ত , কারণ লক্ষ্মীপূজো হবে না তাদের গ্রামের কোন বাড়িতে । লক্ষ্মী ঠাকুর আনবো কিভাবে ? সারা গ্রাম জল থৈ থৈ করছে । নিজেদের ভেলায় করে বেরোতে হচ্ছে খুব প্রয়োজনে । তাহলে পুজো হবে কিভাবে ।
যদিও প্রধান জানিয়েছেন- এলাকায় জল আছে এটা ঠিক । কিন্তু সব এলাকায় জল নেই । কিছু কিছু বাড়িতে পুজো হচ্ছে আমি শুনেছি ।