বুধে অমিত শাহ উত্তরবঙ্গ সফরে, বিপর্যস্ত এলাকা পরিদর্শনে আসতে পারেন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৭,অক্টোবর :: উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বুধবার রাজ্যের বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে আসতে পারেন।

                                                                                                     প্রতীকী চিত্র 

সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় দল পরিস্থিতি মূল্যায়নের কাজ শুরু করেছে, এবং শাহ নিজে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির অবস্থা দেখতে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় যেতে পারেন।

শোনা যাচ্ছে, দুর্যোগে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে যাবেন অমিত শা। সেই সঙ্গে দলের আক্রান্ত সাংসদ খগেন মুর্মুকে দেখতে তিনি হাসপাতালেও যেতে পারেন। যদিও তাঁর চূড়ান্ত কর্মসূচি এখনও স্থির হয়নি।

পাশাপাশি শা’র উত্তরবঙ্গ সফর নিয়ে বিজেপির তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে শা যাতে দুর্গতদের আশ্বাস দেন সেটাই চাইছে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব।

রাজ্য প্রশাসনকে কেন্দ্রের তরফে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। অমিত শাহের সফরকে ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর সফরের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের দাবি।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, রাস্তা-মেরামতি ও ক্ষতিপূরণের বিষয়েই মূলত আলোচনা হবে। অমিত শাহের সফরকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =