নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৭,অক্টোবর :: উত্তরবঙ্গের নাগরাকাটা এলাকায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ তথা আদিবাসী নেতা খগেন মুর্মু এবং বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।ঘটনায় খগেন মুর্মুর চোখে আঘাত লাগে,তাঁর চোখের নিচের হাড় ভেঙে যায় চোখের পাতা বদলাতে হতে পারে বলে শোনা যাচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এরই প্রতিবাদে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পারবিরহাট ঘড়িমোর এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালীন পুলিশের বাধার মুখে পড়তে হয় কর্মীদের, এমন অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলা বিজেপির সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন,
সোমবার যেভাবে তৃণমূলের জেহাদি-রা বিজেপি সাংসদ তথা আদিবাসী নেতা খগেন মুর্মু সহ বিধানসভা- র মুখ্য সচেতক শঙ্কর ঘোষ-কে আক্রমণ করেছে তারই প্রতিবাদে আমাদের পথ অবরোধ কর্মসূচি ছিল।
জেহাদিদের নামে এফআইআর দায়ের হলেও গ্রেফতার হয়নি। আমরা আজ দেখবো নতুবা বড়ো আন্দোলনে নামবো। আমাদের কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। যেখানে পুলিশের সামনে আমাদের নেতাদের নৃশংস ভাবে মারা হলো সেই পুলিশই আমাদের প্রতিবাদে বাধা দিচ্ছে।