নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুমারগ্রাম :: মঙ্গলবার ৭,অক্টোবর :: উত্তরবঙ্গের কুমার গ্রামে ত্রাণ বিলি করতে গিয়ে উত্তেজনা। মঙ্গলবার দুপুরে এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের সময় বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ এর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িটিকে ঘিরে ধরে ইট-পাথর ছোড়ে। মুহূর্তেই এলাকায় ছড়ায় আতঙ্ক।
কয়েকজন তৃণমূল সমর্থক প্রশ্ন তোলেন, সরকার সবই দিচ্ছে, দুই দিন পর তিনি কেন এসেছেন? এরপরই এলাকায় থাকা তৃণমূল কর্মীরা বিধায়ককে ঘিরে ধরেন। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। মনোজ ওরাওঁয়ের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।
ঘটনার পর বিজেপি নেতৃত্ব সরাসরি তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। দলের অভিযোগ, বিধায়কের জনপ্রিয়তা দেখে হিংসাত্মক পথ নিয়েছে শাসকদল। অপরদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, “বিজেপি নিজেরাই নাটক সাজাচ্ছে রাজনৈতিক লাভের জন্য।”
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, “আইনের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা হবে।” গ্রামে এখনো টানটান উত্তেজনা।