নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: মঙ্গলবার ৭,অক্টোবর :: তীর্থযাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় ২০ জনেরও বেশি যাত্রী আহত। গুরুতর আহত দুই যাত্রীকে ওড়িশার সোর হাসপাতাল থেকে বালাসোর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
১৪০ জন যাত্রী নিয়ে দুটি তীর্থযাত্রী বাস দুই দিন আগে বাংলার পশ্চিম মেদিনীপুর মোহনপুর থেকে দীঘা হয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়।
গতকাল রাতে দুটি বাস পুরী ছেড়ে পশ্চিম মেদিনীপুর মোহনপুর আসছিল,তখন ৭০ জন যাত্রী নিয়ে দ্রুতগামী একটি বাস ১৬ নম্বর জাতীয় সড়কের ওড়িশার রাধাবলভবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
ধারণা করা হচ্ছে, বাস দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।আহত যাত্রীদের মধ্যে কয়েকজনকে সোরো এবং সিমুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে,এবং ১০ জনেরও বেশি আহত যাত্রী চিকিৎসার জন্য বালাসোর হাসপাতালে আছেন।
তাদের মধ্যে বাসন্তী খামারি,গীতাঞ্জলি মাইতি এবং রাধাকৃষ্ণ দিন্দার আঘাত গুরুতর তাদের বালাসোর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।