নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ৭,অক্টোবর :: গতকালের বন্যায় প্লাবিত হয়েছিল কোচবিহার জেলার মাথাভাঙ্গা ও শীতলকুচি বিধানসভার বিস্তীর্ণ এলাকা। সকাল থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসনের পাশাপাশি ব্লক প্রশাসন ও স্থানীয় নেতৃত্বরা। জলমগ্ন এলাকায় উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রাও।
জলঢাকা নদীর বাঁধ ভেঙ্গে জলমগ্ন হয় মাথাভাঙ্গা ১ ব্লকের কেদারহাট হাজরাহাট জোড়টাটকী পচাগড় সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার নিখোঁজও হয়ে যায় বেশ কয়েকজন।গতকালের পর আজ সকাল সকাল মাথাভাঙ্গা ১ ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার শিবপুরের পানাগুড়িতে মানসাই ও ধরলা নদীর সংযোগস্থল দোমুখায় ভাঙন পরিদর্শনে আসেন প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
পার্থ প্রতিম রায়ের কাছে বাঁধ নির্মাণের দাবি জানায় এলাকাবাসীরা। জেলা প্রশাসন, ইরিগেশন দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পার্থ প্রতিম রায়।