নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৭,অক্টোবর :: পুরাতন মালদা: সোমবার সকালেই চাঞ্চল্য ছড়াল সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মহানন্দা নদীর তীরে একটি অস্থায়ী বাঁশের মাচার ছাউনির ভিতর থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালা সাহাপুর ও চরকাদিরপুর গ্রামের মাঝামাঝি নদীপাড়ে তৈরি মাচার ভেতরে বছর পঞ্চাশের এক মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
সকালে কিছু স্থানীয় বাসিন্দা মাছ ধরতে গিয়ে প্রথমে দেহটি দেখতে পান। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে খবর, ভিড় জমে চারিদিকে।
গ্রামবাসীদের দাবি, ওই মহিলা স্থানীয় নন। রবিবার তাঁকে আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তাঁদের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্যজনক মৃত্যু—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতার নাম-পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।