নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৮,অক্টোবর :: উত্তরবঙ্গে বিজেপির বিধায়ক, সাংসদের উপর আক্রমনের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে স্টেশন রোডের শিরিশ তলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।অবরোধের জেরে রাস্তার দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন। অবরোধের মধ্যে আটকে পড়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের গাড়ি।
জানা গেছে, গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের একটি বিজয় সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাসবিহারী হালদার। অভিযোগ, সেসময় তৃণমূলকর্মীরা জোর করে বিজেপির অবরোধ তুলে দেয়। ঘটনাস্থলে থাকা পুলিশ থাকায় গণ্ডগোল বেশি দূর গড়ায়নি।