নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আগরতলা :: বুধবার ৮,অক্টোবর :: ত্রিপুরার আগরতলার বনমালীপুরে তৃণমূলের রাজ্য কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে আজ, বুধবার আগরতলায় প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। সাংসদ, মন্ত্রী মিলিয়ে মোট ৫ সদস্যের প্রতিনিধিরা কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন।
সেই দলে থাকছেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, যাদবপুরের সাংসদ তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসদা, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আগরতলা থেকে এই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার আগরতলার পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। রীতিমতো লাঠি নিয়ে হামলা করা হয়। ছেঁড়া হয় তৃণমূলের পতাকা, ফ্লেক্স। অভিযোগ, পুলিশ বাধা দিলেও কোনও লাভ হয়নি। তৃণমূলের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে বিজেপি।