নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৮,অক্টোবর :: নিয়োগ দুর্নীতি মামলায় ফের কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বুধবার শুনানিতে বিচারপতির বেঞ্চ এসএসসি-কে প্রশ্ন তোলে কেন এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করা যায়নি।
আদালত স্পষ্ট জানিয়েছে, “পরীক্ষা নেওয়া হয়েছে বহুদিন আগে, অথচ নিয়োগ তালিকা নিয়ে এখনও ধোঁয়াশা — এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”বেঞ্চের পর্যবেক্ষণ,এসএসসি-র কাজের গতি ও স্বচ্ছতা নিয়ে আদালতের অসন্তোষ ক্রমশ বাড়ছে। কমিশনকে অবিলম্বে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে রাজ্য সরকারকেও স্পষ্ট করে জানিয়েছে, আদালতের নির্দেশ মানতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়ের পর এসএসসি-র উপর চাপ আরও বাড়বে। হাজার হাজার চাকরিপ্রার্থী এই তালিকার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে। আদালতের নির্দেশে তাঁদের আশার আলো দেখা দিয়েছে।