ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: অন্ধ্র প্রদেশ (কৃষ্ণা জেলা) :: বুধবার ৮,অক্টোবর :: দীপাবলীর আগে ভয়াবহ দুর্ঘটনা কাঁপিয়ে দিল অন্ধ্রপ্রদেশকে। মঙ্গলবার সকালে রাজ্যের কৃষ্ণা জেলার নুন্না গ্রামে একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ছয়জন শ্রমিক।
আহত হয়েছেন আরও দশজনেরও বেশি। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দমকল সূত্রে খবর, সকাল সাড়ে ন’টা নাগাদ হঠাৎ করেই বাজি তৈরির ইউনিটের ভিতরে প্রবল বিস্ফোরণ হয়।মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একাংশ ভেঙে পড়ে, পাশে থাকা দোকান ও বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে আসেন। কিন্তু আগুনের দাপটে কেউ ভেতরে ঢুকতে পারেননি।
দমকলের তিনটি ইঞ্জিন ও স্থানীয় প্রশাসনের সাহায্যে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ছয়জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়। আহতদের দ্রুত কৃষ্ণা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে কয়েকজনের দেহের ৭০ শতাংশেরও বেশি অংশ পুড়ে গিয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, কারখানায় নিরাপত্তা বিধি পুরোপুরি মানা হয়নি। দীপাবলীর আগে অতিরিক্ত চাহিদা মেটাতে বড় পরিমাণে বারুদ, সালফার ও কেমিক্যাল একসঙ্গে মজুত করা হয়েছিল। সেই কারণেই বিস্ফোরণের মাত্রা এত ভয়ঙ্কর হয়েছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর প্রশাসন ওই বাজি কারখানাটি সিল করে দিয়েছে। মালিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “যে সমস্ত কারখানা নিয়ম ভেঙে চলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর আতঙ্কে এলাকার বহু বাজি কারখানার শ্রমিক কাজ বন্ধ করে দিয়েছেন। দীপাবলীর আনন্দের আগেই শোকের ছায়া নেমে এসেছে কৃষ্ণা জেলার নুন্না গ্রামে।