১৫ই অক্টোবরের পরই রাজ্যে আসছে এস আই আর বাহিনী, প্রস্তুতির নির্দেশ কমিশনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৮,অক্টোবর :: আসন্ন নির্বাচনী মরসুমের আগে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে উদ্যোগী নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, ১৫ই অক্টোবরের পর থেকেই রাজ্যে প্রবেশ করবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর বিশেষ দল এস আই আর (সেন্ট্রাল আর্মড রিজার্ভ)। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে প্রস্তুতির নির্দেশ পাঠানো হয়েছে।

সূত্রের দাবি, প্রথম দফায় কয়েকটি সংবেদনশীল জেলা বাছাই করে সেখানে বাহিনী মোতায়েন করা হবে। এরপর ধাপে ধাপে পুরো রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বাহিনীর থাকার ব্যবস্থা, পরিবহন, ও রুট-ম্যাপ নির্ধারণের জন্য জেলা প্রশাসনকে বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে।নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, “নির্বাচনের আগে রাজ্যে শান্তি ও সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখাই আমাদের অগ্রাধিকার। প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে।”

অন্যদিকে, এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। বিরোধী শিবিরের অভিযোগ, গতবারের মতো এবারও যাতে ভোটে হিংসা না ছড়ায়, সেই কারণেই কমিশন আগেভাগেই কড়া ব্যবস্থা নিচ্ছে।

শাসক দলের বক্তব্য, “রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক। কমিশনের সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব।” সব মিলিয়ে ১৫ই অক্টোবরের পর থেকেই রাজ্যের নিরাপত্তা বলয় আরও শক্ত হচ্ছে। নির্বাচন কমিশনের নজর এখন জেলাভিত্তিক প্রস্তুতির অগ্রগতির দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =