উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দুর্গাপুর চেম্বার অফ কমার্স। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো শিল্পনগরী দুর্গাপুর।

আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (ADDA) কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়, দুর্গাপুর চেম্বার অফ কমার্স মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান প্রদান করবে।এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত, সহ-সভাপতি ও সদস্যরা। কবি দত্ত জানান, “উত্তরবঙ্গের বহু মানুষ এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়িয়েছেন এই মানবিক উদ্যোগের সঙ্গে আমরা সকলে একাত্ম।

দুর্গাপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করছি।” চেয়ারম্যান আরও বলেন, “শিল্পনগরীর ব্যবসায়ীরা সবসময় সমাজের পাশে থেকেছেন। রাজ্য সরকারের এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =