বিহারে তেজস্বীর বড় ঘোষণা — “ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাটনা :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটের রাজনীতিতে নয়া চমক। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব বুধবার পাটনায় এক বিশাল জনসভায় ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারের প্রতিটি পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।তেজস্বী বলেন, “বিহারের প্রতিটি ঘরে আজ একজন না একজন বেকার রয়েছে। আমরা সরকারে এলে সেই অবস্থার পরিবর্তন করব। শিক্ষা ও কর্মসংস্থান হবে আমাদের প্রধান লক্ষ্য।”

তাঁর এই ঘোষণায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিজেপির তরফে এক নেতা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটা নিছক ভোটের রাজনীতি। এত বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব নয়।”

অন্যদিকে, আরজেডি শিবিরে উৎসাহের ঢেউ। দলের এক সিনিয়র নেতা বলেন, “তেজস্বী যাদবই একমাত্র নেতা যিনি বিহারের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। তাঁর এই ঘোষণা বিহারের মানুষকে নতুন আশার আলো দেখাবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি তেজস্বীর জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আগামী দিনে বিহারের ভোটযুদ্ধ এই প্রতিশ্রুতিকে কেন্দ্র করেই আরও উত্তপ্ত হবে বলে মত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =