নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: “বৃক্ষের কোলে জীবন দোলে”—এই অনন্য বার্তা নিয়ে নবম বর্ষে পা রাখল পূর্ব মেদিনীপুরের কাঁথি আউটডোর মোড়ের মা হঠাৎ কালী পূজা কমিটি। এদিন মাঙ্গলিক পূজা ও খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারের কালীপুজোর প্রস্তুতি।প্রতিবছরই সমাজ ও পরিবেশের গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে অভিনব থিমে সাজে এই পুজো মণ্ডপ। এবার তাদের থিম “বৃক্ষমাতা রূপে মা কালী”। পূজা উদ্যোক্তাদের বক্তব্য, প্রকৃতি ও বৃক্ষ ছাড়া জীবন কল্পনাই করা যায় না। তাই মা কালীকে বৃক্ষরূপে উপস্থাপন করে মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিমার চারপাশে থাকবে নানা প্রজাতির গাছপালা, ফুল ও প্রাকৃতিক উপাদান।
আলোকসজ্জায়ও থাকবে প্রকৃতির প্রতীকী রূপায়ন। দর্শনার্থীরা যেন বুঝতে পারেন, মা কালী কেবল ধ্বংসের দেবী নন, তিনি জীবনদায়িনী শক্তিও। বৃক্ষের মতোই তিনি জীবন দেন, আশ্রয় দেন, সুরক্ষা দেন।
এদিনের খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন ও অসংখ্য ভক্তবৃন্দ। পুজো প্রাঙ্গণে ছিল উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।