নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: রাজ্যে বিশেষ নজরদারি রিপোর্ট বা এস আই আর চালুর ইঙ্গিত পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ক্ষোভে তীর্যক মন্তব্যের নিশানায় এলেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও।
প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তোলেন— “এই নজরদারি কেন? রাজ্যকে কি সন্দেহের চোখে দেখা হচ্ছে?” কমিশন সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবরের পর থেকেই রাজ্যে এস আই আর চালুর সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে প্রশাসনিক কার্যকলাপ, সরকারি কর্মচারী ও নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকদের কাজের উপর বাড়তি নজরদারি চালাবে কমিশন। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “রাজ্য সরকার সব সময় নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করেছে। কিন্তু জনগণের ভোটের অধিকারকে নিয়ন্ত্রণের চেষ্টা করলে মানুষ জবাব দেবে।”
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে নির্বাচনমুখী পরিস্থিতির আবহে এই ‘এস আই আর’ ইস্যু নতুন রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর সকলের— কমিশন কত দ্রুত ও কীভাবে এই ব্যবস্থা চালু করে।