নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১০,অক্টোবর :: ফের নড়েচড়ে বসল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, এক মন্ত্রীর দপ্তর ও এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে একযোগে তল্লাশি চালানো হচ্ছে।
আজ সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনে তল্লাশি চালানো হচ্ছে। এই ভবনেই রয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর দপ্তর। ইডি সূত্রে খবর, নাগেরবাজার এলাকায় এক প্রভাবশালী কাউন্সিলরের বাড়িতেও ইডি’র একটি দল পৌঁছেছে।
ইডির কর্মকর্তারা জানিয়েছেন, দুর্নীতি ও অর্থপাচার মামলার সূত্র ধরে এই অভিযান। সকাল সাড়ে সাতটা নাগাদই আধা-সামরিক বাহিনীর পাহারায় ইডির দল পৌঁছয় দক্ষিণ কলকাতার একটি অভিজাত এলাকায় অবস্থিত ওই কাউন্সিলরের বাড়িতে। একই সময়ে অন্য একটি দল যায় মন্ত্রীর দপ্তরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইডির হাতে কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে, যেগুলিতে সরকারি প্রকল্পের অর্থ লেনদেনের গরমিলের ইঙ্গিত রয়েছে। সেই সূত্রেই আজকের তল্লাশি অভিযান।
ইডির এই আচমকা হানায় ফের অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে। যদিও তৃণমূল সূত্রে দাবি, “এটি নিছক রাজনৈতিক প্রতিশোধেরই বহিঃপ্রকাশ।” অন্যদিকে, ইডি জানিয়েছে, “সব তদন্তই আদালতের নির্দেশ অনুযায়ী, প্রমাণের ভিত্তিতে।” রাজ্যে ভোটের আগে ফের এই ধরনের অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।