নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি : শনিবার ১১,অক্টোবর :: গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা অধীনে মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত বর পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মন্ডল গ্রামে কলা দিঘির পাড় সংলগ্ন এলাকা বন জঙ্গল থেকে প্রায় ১,৪০০লিটার চোলাই মদ তৈরি উপকরণ নষ্ট করল মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ।
এলাকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বাণী সংকর সিংহ মহাপাত্রর উপস্থিতিতে কাঁচা মদ তৈরি উপকরণ নষ্ট করা হয়। পুলিশ সূত্রে জানা যায় এরকম অভিযান পরবর্তী সময়ে চলবে।