নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খণ্ডঘোষ : শনিবার ১১,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ অঞ্চলের খন্ডঘোষ গ্রামের রায়পাড়া সন্নিকটে তপশিলি পাড়ায় খিচুড়ি ভোগ খাওয়ার ফলে খাদ্যে বিষক্রিয়া হয় ।
লক্ষ্মীপুজোর পরদিন বাসি খিচুড়ি ভোগ খাওয়ার পর থেকেই অসুস্থ হতে শুরু করেন পরপর বাসিন্দারা ।ইতিমধ্যে চারজনকে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। দুজন শিশুকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়।গ্রামে গিয়ে বিধায়ক নবীনচন্দ্র বাগ সকলের শারীরিক অবস্থার খোঁজ নেন । মোট ২৯ জন অসুস্থ আছে বলে জানা গেছে। এর পাশাপাশি তিনি তড়িঘড়ি গ্রামে মেডিকেল টিম বসানোর ব্যবস্থা করেন।
মেডিকেল টিম গিয়ে প্রতিটি পরিবারের অসুস্থ রোগীদের চিকিৎসা করেন। ১০জন রোগীর অবস্থা খারাপ থাকায় তাদের তড়িঘড়ি খন্ডঘোষ ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় এবং
যে সমস্ত পরিবার টাকার অভাবে ঔষধ কিনতে পারছিলেন না তাদেরকে বিধায়ক নিজে টাকা দিয়ে ঔষধ কিনে দেওয়ার ব্যবস্থা করেন। জল শোধনের জন্য ক্লোরিন ব্যবস্থা করা হয়।