সিংভুমে মাওবাদী বিস্ফোরণ, শহীদ এক সিআরপিএফ জওয়ান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাঁচি : শনিবার ১১,অক্টোবর :: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভুম জেলায় ফের মাওবাদী হামলা। শনিবার সকালে সারান্ডা জঙ্গলের বাবুদিহ এলাকায় টহলদারির সময় মাওবাদীরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বিস্ফোরণ ঘটায়। ঘটনায় গুরুতর আহত হন সিআরপিএফের হেড কনস্টেবল মহেন্দ্র লস্কর (৪৫), পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।সূত্রের খবর, সকালে সিআরপিএফের ৬০ নম্বর ব্যাটালিয়নের একটি দল সারান্ডা অঞ্চলে মাওবাদবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল। টহলের সময় জঙ্গলের ভিতর রাস্তায় পুঁতে রাখা IED বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় জওয়ান মহেন্দ্র লস্কর গুরুতরভাবে জখম হন। তাঁকে দ্রুত হেলিকপ্টারে রাউরকেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

এই বিস্ফোরণে আরও দুইজন জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী, চলছে ব্যাপক তল্লাশি অভিযান। মাওবাদীরা এলাকায় এখনও লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাওবাদীদের ‘প্রতিরোধ সপ্তাহ’-এর সময় এই হামলা চালানো হয়েছে। ওই সময়ে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হলেও, মাওবাদীরা পরিকল্পিতভাবে টহলদারি রাস্তায় বিস্ফোরক পুঁতে রেখেছিল।

মৃত জওয়ান আসামের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিআরপিএফ কর্তৃপক্ষ ও ঝাড়খণ্ড সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এক্স-এ (Twitter) লিখেছেন—“দেশের জন্য আত্মবলিদান সর্বোচ্চ ত্যাগ। শহীদ মহেন্দ্র লস্করের আত্মার শান্তি কামনা করছি।”

এদিকে, গোটা সারান্ডা অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ড্রোনের সাহায্যে নজরদারি শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, মাওবাদীদের ঘাঁটি খুঁজে বের করতে বৃহৎ অভিযান চালানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =