অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে নম্বর প্লেট রেজিস্ট্রেশন না করলে ‘নো এন্ট্রি’

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১২,অক্টোবর :: টোটো এবং অটো দুইয়ের দৌরাত্ম্য নতুন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটো ও অটোর রেষারেষি ও দৌরাত্ম্যের খবর পাওয়া যায়। এবার অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য কমাতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এই দৌরাত্ম্য ঠেকাতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের।রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে নম্বর প্লেট দেওয়া হবে। বর্তমানে অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে এই নম্বর প্লেট দেওয়া হবে। রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সব টোটোকেই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন দেওয়া হবে। এই নম্বর প্লেটে থাকছে কিউআর কোড।

মন্ত্রী বলেছেন, সমস্যার সমাধান করতে টোটোকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। সেই কাজ শুরু হয়েছে। কিউ আর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোতে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলি চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে।

তারজন্য ডেডলাইন ঠিক হয়ে গিয়েছে। ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে।

পুলিশ, পরিবহন দফতর, ইউনিয়নগুলি একসঙ্গে কাজ করবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে অন্য কোনও টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। ৩০ নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও ঠিক হয়েছে। তিনি জানিয়েছেন, ন্যাশনাল ও স্টেট হাইওয়ে তে টোটো চলাচল করবে না।

জানা গিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে হাজার টাকা। ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা অর্থাৎ বছরে বারোশো টাকা দিতে হবে। টোটো চালকদের বিমার আওতাতেও নিয়ে আসা হবে। একাধিক নিয়ম মেনে চলার কথা বলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + sixteen =