নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১২,অক্টোবর :: নিখোঁজ যুবতীর দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। সালানপুর থানার কাকুরকুন্ডা গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই যুবতীর দেহ। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।পুলিশ জানতে পেরেছে মৃত ওই যুবতী সালানপুর থানা এলাকার উত্তরামপুর জিতপুর এলাকার বাসিন্দা। দুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপরেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ওই যুবতীর এক আত্মীয় মৃতদেহটি সনাক্ত করে। আত্মীয় মনোজ কিসকু জানিয়েছে দেহটি অলকা কিসকুর। সম্পর্কে তার দিদি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।