নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১২,অক্টোবর :: সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য ,আগ্নেয়াস্ত্র সহ চার ডাকাত এর দলকে গ্রেফতার করল রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ।
বিগত বেশ কয়েকদিন ধরেই রূপনারায়নপুর সহ আশেপাশের এলাকায় চুরির উপদ্রবে অতিষ্ট হয়ে গেছিল এলাকার মানুষ। তবে রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুনাভ মুখার্জি এই চুরির ঘটনায় তদন্তে নেমে এলাকায় নজরদারি আরো কঠিন করে তোলে।একই সাথে বিভিন্ন এলাকায় পুলিশ কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়ার ও নাইট গার্ড আরো বাড়ানো হয়। বসানো হয় সিসিটিভি ক্যামেরা ।
এরই মাঝে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে মালবহাল ময়দান থেকে ডাকাতির উদ্দেশ্যে জড় হওয়া চার ডাকাতকে গ্রেফতার করে । তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশী পিস্তল ও লোহার রড ও দড়ি ।
জড় হওয়া চার জনের নাম হল নাজিব খান(২১), বিশাল হাড়ি (২২), রাহুল হাড়ি (২১), রাজু ঠাকুর (৪০) । তারা সকলেই রূপনারায়নপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায় যে এর আগেও তাদেরকে বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এদের সাথে আরো কেউ থাকতে পারে বলে তারা মনে করছেন সেই সব দুষ্কৃতিদেরও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার পর রূপনারায়ণপুরবাসী কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে হচ্ছে ।