নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১২,অক্টোবর :: আবারও রাজনৈতিক মহলে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। শনিবার দলের এক কর্মসূচিতে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করলেন ‘মা লক্ষ্মী’-র সঙ্গে।
আর বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে আখ্যা দিলেন ‘ডাকিনী, যোগিনী ও পিশাচ’ বলে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে প্রবল বিতর্ক ও তোলপাড়।
প্রতীকী চিত্র
কুনাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের লক্ষ্মী এসেছেন। আর বিজেপি, সিপিএম ও কংগ্রেস—এই তিন দল একসাথে মিলে নেতিবাচক রাজনীতি করছে। ওরা হল ডাকিনী, যোগিনী, আর পিশাচ—যারা উন্নয়ন গ্রাস করতে চায়।”
বক্তব্যটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে বিরোধীরা। বিজেপি মুখপাত্র মন্তব্য করেন, “তৃণমূলের নেতারা এখন ধর্মীয় প্রতীককেও রাজনৈতিক স্বার্থে টানছেন। এটা রাজনীতির চরম অবক্ষয়।” সিপিএম ও কংগ্রেসও কড়া ভাষায় সমালোচনা করে জানায়, কুনাল ঘোষের মন্তব্য তাঁর দলের ‘অহংকার ও অসহিষ্ণুতা’র প্রতিফলন।
তবে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, কুনাল ঘোষ কেবলমাত্র প্রতীকী ভাষায় রাজ্যের উন্নয়ন ও বিরোধীদের নেতিবাচক ভূমিকা বোঝাতে চেয়েছেন।
রাজ্যজুড়ে এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কুনালের মন্তব্যের ভিডিও। কেউ করছেন প্রশংসা, কেউ আবার বলছেন—“রাজনীতিতে দেবদেবীর নাম টানা একেবারেই অনুচিত।” রাজনীতির পটভূমিতে এই মন্তব্য নতুন করে উত্তাপ বাড়িয়েছে পুজোর মরসুমে রাজ্যের রাজনৈতিক মহলে।