নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: সোমবার ১৩,অক্টোবর :: দীঘা মহোনায় প্রায় এক কোটি টাকা দরে নিলাম হলো ৯০ পিস তেলিয়া ভোলা । যার প্রতিটি ওজন ৩০ থেকে ৩৫ কেজি। দীঘা মোহনায় মাছ গুলিকে নিয়ে আসে।মাছ পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দীঘা মোহনায়।
গভীর সমুদ্রে পাওয়া যায় এই মাছ।মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও এই মাছ বিদেশেও রপ্তানি হয়।মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।তেলিয়া ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমান মৎস্যজীবীরা তেমনি ভিড় জমান দীঘায় আসা পর্যটকেরাও।