নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: সোমবার ১৩,অক্টোবর :: ভক্তি, বিশ্বাস ও মানতের অদম্য মেলবন্ধনে মা তারার উদ্দেশ্যে দণ্ডি কেটে এগিয়ে চলেছেন বাঁকুড়ার যুবক নিমাই মণ্ডল। তাঁর এই কঠিন আধ্যাত্মিক যাত্রায় পাশে রয়েছেন তারই প্রিয় বন্ধু মিঠুন মণ্ডল, যিনি সাইকেলে করে প্রতিদিন নিমাইয়ের পাশে পাশে এগিয়ে চলছেন
—একজন বন্ধু হিসেবে নয়, এক অনুপ্রেরণার সহযাত্রী হিসেবে আছে সে। নিমাই ও মিঠুনের এই ভক্তিমূলক অভিযাত্রা শুরু হয়েছে বাঁকুড়া থেকে। প্রতিদিন তাঁরা প্রায় ৫ কিলোমিটার পথ দণ্ডি কেটে অতিক্রম করছেন, তাঁরা ।
বীরভূম জেলার মল্লারপুরের শিববাড়ি রানীগঞ্জ সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে পৌঁছালে সেখানেই নিমাইকে দণ্ডি কেটে এগিয়ে যেতে দেখে রাস্তায় থেমে যান বহু মানুষ। তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় নিমাই । আর তাকে দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষজন।