নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: ছেলের খুনের পেছনে রয়েছে কোনো রাঘব বোয়াল, দু মাস চার দিন কেটে গেলেও খুনের কিনারা করতে ব্যার্থ পুলিশ প্রশাসন। ক্ষোভ প্রকাশ করে প্রধানের পদ ছাড়তে চাইছেন মা।
দু মাস কেটে গেলেও কোচবিহার ডাওয়াগুড়ির তৃণমূল যুব নেতা অমর রায় এর খুনের ঘটনা ঘটে গেলেও এখনো মূল অভিযুক্ত অধরা, কি কারণে কারা খুন করলো অমর রায় কে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছেন মৃত অমরের পরিবার।
আজ সংবাদিক সম্মেলন করে ডাউয়াগুড়ি অঞ্চলের শাসক দলের প্রধান মৃত অমরের মা কুন্তলা রায় প্রশাসন ও দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। কুন্তলা রায় প্রধানের পদ ছাড়ারও হুমকি দেন এদিন।