সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: হাতে আর এক সপ্তাহ নেই চলছে শহর জুড়ে কালীপুজোর প্রস্তুতি। এবার সুভাষপল্লীর নেতাজী মোড়ের তরুণ অ্যাথলেটি ক্লাবে শান্তিপুরের বামা কালীর আদলে তৈরি হচ্ছে পূজা মন্ডপ।
পূজা মন্ডপেই তৈরি হচ্ছে ৪০ ফুটের প্রতিমা। শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করছেন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন আগামী ১৯ শে অক্টোবর পূজার উদ্বোধন রয়েছে। চলছে জোর কদমে প্রস্তুতি পর্ব।
পূজা উদ্যোক্তারা জানিয়েছেন পূজা মন্ডপ তৈরি হচ্ছে মায়ের মূর্তি। আগামী ১৯ শে অক্টোবর পূজোর উদ্বোধন, পুজোর দিনগুলিতে থাকছে অনুষ্ঠান। শান্তিপুরের বিখ্যাত বামা কালীর আদলে তাদের এবারে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে।