নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রপুর :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত লাউজোর গ্রামের নেতাজির সংঘের পক্ষ থেকে শহীদ বীর যোদ্ধা ও ভারত মাতার সুযোগ্য সন্তান সুজয় ঘোষ কে শ্রদ্ধা জানানো হলো মোমবাতি হাতে মৌন মিছিলের মাধ্যমে। শহীদ সুজয় ঘোষ এই লাউজোর গ্রামের পাশের গ্রাম কুণ্ডিরা গ্রামে বাড়ি।
ছোট থেকেই কর্মজীবন শুরু হওয়ার আগেও ও ছুটিতে বাড়ি এলেই তাদের সুজয় বহু সময় কাটাতেন এই লাউজোর গ্রামে বন্ধুবান্ধব ও সহপাঠীদের সাথে। সুজয় ঘোষ ছিল লাউজোর গ্রামের মানুষের কাছে ঘরের ছেলে। সেই ঘরের ছেলের এইভাবে চলে যাওয়া তাদের ছেড়ে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।
তবুও তারা গর্ববোধ করছেন দেশ রক্ষায় কর্তব্যরত হয়ে তাদের সুজয় প্রাণ বলিদান দিয়েছেন। সুজয় ঘোষ তাদের গর্ব.. অহংকার.. এবং দেশ রক্ষার কাজে অনুপ্রেরণা জুগিয়ে গেছে। তাই তাদের মোমবাতি হাতে শেষ শ্রদ্ধা সুজয়কে অমর রহে এই ব্যানার কে সাথে নিয়ে।
এই মোমবাতি মিছিলে ছিলেন নেতাজি সংঘের বাপ্পা মালি.. তরুণ মালি.. বলরাম মন্ডল.. বুদ্ধদেব দাস… শীতল মালি সহ অন্যান্য সদস্য ও সদস্যরা এবং গ্রামবাসী বৃন্দ।