এই দীপাবলিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের হায়দার পুরে মোমবাতি তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৪,অক্টোবর :: আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি মানে বাঙালির গৃহাঙ্গনে মোমবাতি ও প্রদীপ জ্বালানোর রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে।

এই দীপাবলিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের হায়দার পুরে মোমবাতি তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে। আগামী ২০শে অক্টোবর আলোর উৎসব দীপাবলি। কালী পুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মোমবাতির চাহিদা ওঠে তুঙ্গে। যেমনটা উঠেছে এবারও।তাই মালদা শহরের হায়দারপুরের মোমবাতি কারখানার কারিগরদের এখন নাওয়া-খাওয়ার সময় নেই। তারা সারাক্ষণ মোম গলিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন সাইজের,বিভিন্ন আঙ্গিকের মোমবাতি তৈরি করে চলেছেন ।

কারখানার মালিক রতন সাহা জানালেন, এবছর মোমের দাম বাড়েনি। বরং জিএসটি হার কমায় মোমবাতির দাম কিছুটা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =