গঙ্গাসাগরে নৈহাটির ‘বড়মা’-এর আদলে ২১ ফুটের কালী প্রতিমা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ১৫,অক্টোবর :: ​ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সমাজসেবার বার্তা নিয়ে এ বছর ১১তম বর্ষে পদার্পণ করল দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের খানসাহেব আবাদ এলাকার ‘শ্রী শ্রী শ্যামা পুজো কমিটি’-র পুজো। প্রতি বছরই এই কমিটির পুজোতে থাকে নতুনত্বের ছোঁয়া।

কিন্তু এ বছর তাদের প্রধান আকর্ষণ হতে চলেছে নৈহাটির সুপ্রসিদ্ধ ‘বড়মা’-এর আদলে তৈরি কালী প্রতিমা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর তাদের কালী প্রতিমা তৈরি হচ্ছে প্রায় ২১ ফুট উচ্চতার।

উত্তর ২৪ পরগনার নৈহাটির ঐতিহ্যবাহী ‘বড়মা’ কালীর বিশাল আকৃতির প্রতিমার আদলে প্রতিমা তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।

শুধু গঙ্গাসাগর নয়, দূর-দূরান্তের বহু ভক্তের সমাগম হবে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা। পুজো ক’টা দিন ধরে কেবল আরাধনাই নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্যেও একাধিক কর্মসূচি হাতে নিয়েছে শ্রী শ্রী শ্যামা পুজো কমিটি।

পুজোর সময়ে রক্তদান শিবির এবং দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের মতো নানা ধরনের সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় মানুষজন আশা করছেন, ধর্মীয় উৎসবের পাশাপাশি এমন মানবিক উদ্যোগের মাধ্যমে পুজোটি অন্য এক মাত্রা যোগ করবে। এইভাবেই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হবে এলাকার সকলের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =